ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০
মোঃ হাসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি।
দিনাজপুরের নবাবগঞ্জে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল মামুনের সভাপতিত্বে লটারীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান, কৃষি কর্মকর্তা
মোঃ মোস্তাফিজুর রহমান, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, মোঃ আসমান জামিল, মোঃ রাশেদুল কবীর, আইনুল হক চৌধুরী
প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, লটারিতে আবেদন করা ১৩ হাজার ৬শ ৬২ জন কার্ড ধারী কৃষকের মধ্য হতে লটারিতে নির্বাচিত ৩ হাজার ৩শ ৬২ জন কৃষকের নিকট হতে ১ টন করে মোট ৩ হাজার ৩শ ৬২ মেঃটন ধান ক্রয় করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST