নাটোর থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস চলাচল শুরু

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ১, ২০২০

নাটোর থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস চলাচল শুরু
বুলবুল আহাম্মেদ,নাটোর জেলা প্রতিনিধি,
করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে প্রায় আড়াই মাস সাধারণ ছুটির পর কর্ম চঞ্চল হয়ে উঠেছে নাটোর জনপদ। স্বাস্থ্যবিধি মেনে নাটোর থেকে সকল রোডে সোমবার সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক ভোর সাড়ে পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে প্রথমেই গাড়ি ছেড়ে যায়। সেখানে সকল যাত্রীকে স্যানিটাইজড করেই গাড়িতে উঠানো হয়। চালক এবং তার সহকারীরাও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক-ক্যাপ এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করছেন। গাড়ির ভেতরে অর্ধেক যাত্রী তুলে গাড়ি ছেড়ে যাচ্ছে। ৬০% ভাড়া বৃদ্ধি করে এই ধরণের সেবা পেয়ে যাত্রীরাও খুশি। এব্যাপারে সার্বিক সহযোগিতা ও মনিটরিং করছেন হাইওয়ে থানা পুলিশ। সরেজমিনে নাটোর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম ও এস, আই মো. শরিফুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্স সহ নাটোর বাস টার্মিনালে করোনা সতর্কীকরণে মাইকিং ও লিফলেট বিতরণ করছেন। এছাড়া তারা বিধি মোতাবেক বাসে যাত্রী বহন, যাত্রীদের মাস্ক, ও হ্যান্ড গ্লোভস ব্যবহার এবং বাস কাউন্টারে যাত্রী ভাড়া বিষয়ে মনিটরিং করছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest