নাটোরে বড়াইগ্রামে বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুন ১, ২০২০

নাটোরে বড়াইগ্রামে বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে জে আর পরিবহন বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আব্দুস সালামের মৃত্যু হয়েছে। আজ দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী জে আর পরিবহন বাসটি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest