ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
খাদেমুল মোরসালিন শাকীর ॥
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় করোনায় আবার একজন আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,গত ২৭ মার্চ কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের উত্তরপাড়া থেকে ১৮জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর ল্যাবে প্রেরণ করা হয়। আজ সোমবার ল্যাব থেকে তাদের রিপোর্ট আসলে সেই রিপোর্টে ওই এলাকার আমিনুর রহমানের (৭০) করোনা পজেটিভ আসে। পরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় আমিনুর রহমানকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে নিয়ে এসে তাকে সেখানে রাখা হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপ কর্মকর্তা ডাঃ শফি মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ উপজেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১১জনে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST