মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে পিয়ারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১ জুন সোমবার রাত ১২ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। নিহত ওই নারী দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। তার বাড়ি মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে। নিহতের লাশ তার নিজ বাড়িতে কোভিট-১৯ প্রটোকলে দাফন করা হবে। এছাড়া নিহত ওই নারীর বাড়ী লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।