ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জুন ২, ২০২০
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী থানার স্টাফ সুভাষ বাবুর মেয়ে। গত (২৯ মে) মহামারি করোনা ভাইরাসে উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে আক্রান্ত হন।
এর পরের দিন সকল বেলা, সুভাষ বাবুর বাড়ি সহ তিনটি বাড়ি লক ডাউন করে উপজেলা প্রশাসন।
মঙলবার (২ জুন) রাত ৯ টায় ২০ হাত দুরত্ব থেকে। সুভাষ বাবুর বাড়িতে, তালতলী থানা পুলিশের পক্ষ থেকে, ফল ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ
কামরুজ্জামান মিয়া বলেন, তালতলী থানার স্টাফ সুভাষ বাবুর মেয়ে করোনা যোদ্ধা। তালতলী হাসপাতালের সিঃ নার্স (সেবিকা) শিপ্রা রানী। গত (২৯মে) করোনা পজিটিভ রিপোর্ট আসে। এবং পরবর্তীতে তার বাড়ি সহ লক ডাউন থাকা সকলের খোঁজ খবর নিচ্ছি। আমরা দোয়া করি শিপ্রা রানী সহ করোনায় আক্রান্ত হওয়া সকলে তারাতাড়ি করোনা জয় করে। আবারো মানব সেবায় নেমে পরবে। আর সুভাষ বাবু যেহেতু আমাদের স্টাফ তাই তার বাড়িতে তালতলী থানা পুলিশের পক্ষ থেকে ফল ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST