ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ মঙ্গলবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ/২০১৯-২০ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল হক, বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ আজমত আলী, জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, উপজেলা চাল-কল মালিক সমিতির সভাপতি মোঃ বদিউজ্জামান পান্না, সাংবাদিক সিদ্দিক হোসেন, তোফাজ্জল হোসেন সহ আরো অনেকে। উল্লেখ্য যে, বীরগঞ্জ খাদ্য গুদামে প্রতিকেজি ২৬ টাকা দরে ২০৬৩ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST