আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার ইসরাফিল আলম একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার ইসরাফিল আলম একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অবস্থিত ‘‘আত্রাই কেন্দ্রীয় দলিল লেখক দাখিল মাদ্রাসা” এর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ইসলাফিল আলম একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম। ভিত্তি প্রস্তর পুর্ব আলোচনা সভায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই সাব-রেজিস্টার নাজমুল হাসান, আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব কায়েম উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আবুল হোসেন, ঠিকাদার রেজাউল ইসলাম রেজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস ছালাম, উপ সহকারী প্রকৌশলী সুজা উদ্দিন সরদার প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছেন। একটি জাতিকে সামনে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নাই। দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা প্রদানে আহবান জানানো হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest