চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
অবশেষে না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ-সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর সহধর্মিণীর মাতা (শাশুড়ী) আয়েশা খাতুন। ৩ জুন, ২০২০ বুধবার আনুমানিক বিকেল ৪.৪৩ মিনিটে চাতরাপাড়া (কুঠিবাড়ি) নিবাসী আয়েশা খাতুন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনী, আত্নীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।