টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে-জেলা প্রশাসক

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে  এক হয়ে কাজ করতে হবে-জেলা প্রশাসক

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেছেন, হাওরে সংরক্ষিত বনভূমি গড়ে তুলুন। টাঙ্গুয়ার হাওর বিশ্ব ঐতিহ্যের অংশ এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। বিকল্প জ্বালানি হিসেবে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করা যায় কিনা তা আমরা খতিয়ে দেখছি। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পরিবেশ জীববৈচিত্র্য ও ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন তিনি। জেলা প্রশাসক বলেন, পরিবেশ বিধ্বংসী কাজ বন্ধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইমরান হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি, তাহিরপুরের সহকারি কমিশনার ভূমি মুনতাসির হাসান, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান খসরুল আলম, সিআরএমসি হিলিপ ধ্রুব কান্তি কুন্ডু, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আহমদ কবির প্রমূখ। এদিকে তাহিরপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ছায়ানীড় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ছায়ানীড় উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। এ সময় উপ-পরিচালক, স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান,সহকারী কমিশনার (গোপনীয়)মোঃ রিফাতুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest