জলঢাকায় প্রোণ শিক্ষা কর্মসুচির মেধা বৃত্তি প্রদান

প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

জলঢাকা প্রতিনিধীঃ “জ্ঞান অর্জন কর কাঙ্ক্ষিত জীবন গড়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রোন মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নীলফামারী দারিদ্র বিমোচন সংস্থার (প্রোণ) আয়োজনে বগুলাগাড়ী আইডিয়াল কলেজপাড়া প্রোন ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, রংপুর ব্রাক শিক্ষা কর্মসুচির এলাকা ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রোনের পরিচালক মমিনুল ইসলাম ও সাংবাদিক মর্তুজা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রোন শিক্ষা কর্মসুচির মেধা অন্বেষন প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেডেল ও সনদ প্রদান করা হয়। ব্রাক শিক্ষা কর্মসুচির (ইএসপি) সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলার প্রোণ শিক্ষা কর্মসুচির ৮৯টি স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক , কর্মকর্তা ও অভিভাবক উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest