শশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে যুবকের মৃত্যু, শ্যালক আহত

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

শশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে যুবকের মৃত্যু, শ্যালক আহত

আবু মুসা স্টাফরিপোর্টারঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার কচুগাড়ী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মকবুল হোসেন ওরফে টিক্কা খান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় টিক্কা খানের সাথে থাকা শালক সজিব ফকির (২২) আহত হয়েছে। আজ বিকাল সাড়ে ৪ টার দিকে কচুগাড়ী এ ঘটনা ঘটে।

মকবুল হোসেন ওরফে টিক্কা খান উপজেলার বিলকাঠর গ্রামের মৃত সেকেন আলীর ছেলে এবং কচুগাড়ী গ্রামের মুন্নাফ হোসেনের জামাই।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে আকাশে মেঘের গর্জন দেখে ধানের খর জরো করতে দুলাভাই শালক বাড়ির বাহিরে যায়। বিকেল সাড়ে ৪ টার দিকে হঠাৎ দুলাভাই টিক্কা খান ও শালক সজিবের সামনে বজ্রপাত হলে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে আত্বীয়স্বজন ও এলাকাবাসী দুজনকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মকবুল হোসেন ওরফে টিক্কা খান মারা যায় এবং সজিব আলী বর্তমানে গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মুজিব বর্ষ

Pin It on Pinterest