অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, হাওরে ফসলহানি হলে সারা জেলার মানুষ আমরা সোচ্চার হয়ে উঠি। আমাদের এই এলাকাকে দুর্যোগ এলাকা ঘোষণা করার দাবি তুলি, অথচ শিক্ষার ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের মধ্যে চরম উদাসীনতা লক্ষ্যণীয়। যার কারণে আমরা অন্যান্য জেলার চেয়ে অনেক পিছিয়ে পড়েছি। শিক্ষার ক্ষেত্রে আমাদের অবস্থান ৬৪ জেলার মধ্যে ৬৩ নাম্বারে। আমরা মনে করি এটা আমাদের জন্য সব চাইতে বড় দুর্যোগ। আমাদেরকে এই দুর্যোগ থেকে উঠে আসার জন্য মোকাবেলা করতে হবে। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের নব সংস্কারকৃত মাঠের উদ্বোধন উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা হাওর এলাকার মানুষ, জলাভূমি অঞ্চলের মানুষ, আমরা বোরো ফসল আর মাছ ধরা এর ভিতরেই আমাদের জীবনকে বন্দি করে রেখেছি। যে কারণে অর্থেনৈতিক উন্নয়ন হচ্ছে না হাওর এলাকার মানুষের। অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরী প্রয়োজন হচ্ছে শিক্ষা। এই প্রচলিত শিক্ষা নিয়েই যেমন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, টিক তেমনি যদি কর্মজীবনে প্রবেশ করতে পারে তাহলে সেই সন্তান যেভাবে নিজে আলোকিত হবে, তার পরিবারকে আলোয় আলোকিত করতে পারবে, টিক তেমনি এই দেশকেও আলোকিত করতে পারবে। পীর মিসবাহ আরো বলেন, পাশাপাশি বাংলাদেশে যে তরুণরা রয়েছে, এই তরুণদের জনশক্তিকে যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারি তাহলে গোটা বিশ্বে আমরা এই জনশক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারব। কাজেই আমাদের এলাকার মানুষের শিক্ষা, কারিগরি শিক্ষা দুটোই প্রয়োজন। বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মালিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আহমদের পরিচালনা আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সত্যব্রত দাশ, সহকারী প্রধান শিক্ষক সাইফুর ইসলাম, জাপা নেতা মো.শওকত আলী, ইউপি সচিব মহিতোষ চৌধুরী, ইউপি মেম্বার মনসুর চৌধুরী, আয়না মিয়া, জাপা নেতা ফারুখ আহমদ, সহকারী শিক্ষক চয়ন কুমার তালুকদার, আব্দুস ছত্তার, শিক্ষার্থী ফারহানা বেগম, সমাপ্তি দাশ প্রমুখ। এর আগে সদর উপজেলার বড়ঘাট পয়েন্টে মাদীনাতুল খাইরী আল-ইসলামী ইউ.কে কর্তৃক প্রতিষ্ঠিত মাদীনাতুল খাইরী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। এসময় উপস্থিত ছিলেন, গ্রামের মুরুব্বি আব্দুল খালিক (কাছা মিয়া) মাও.এমদাদুল হক, মাও. সৈয়দ সাহিদ আহমদ, মঈনুল হক, মাও.মনসুর আলম, মেম্বার নুরুল হক, মো.ফারুখ আহমদ প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest