সুনামগঞ্জ শহরে ড্রেন পরিস্কারের কাজ শুরু

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

সুনামগঞ্জ শহরে ড্রেন পরিস্কারের কাজ শুরু

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:
পৌর শহরের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষে ড্রেনের ময়লা-আর্বজনা পরিস্কার করার কাজ শুরু হয়েছে। গত ২৩ নভেম্বর শনিবার সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকা থেকে ড্রেন পরিস্কারের কাজ শুরু করেন পৌর মেয়র নাদের বখত। এসময় পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, পৌরসভার প্রকৌশলী হেলাল আহমদসহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন। এব্যাপারে মঙ্গলবার কথা হয় ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লোহের সাথে। তিনি বলেন, আমার ওয়ার্ডের ছোট ড্রেনগুলো নিয়মিত পরিস্কার করা হয়। কিন্তু বড় ড্রেন শীত মৌসুমে পরিস্কার করতে হয়। গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে বড় ড্রেনগুলো পরিস্কারের কাজ শুরু হয়েছে।
পৌর মেয়র নাদের বখত বলেন, পৌর শহরের রাস্তার সংস্কার কাজের পাশাপাশি ড্রেন পরিস্কারের কাজ একটা চলমান প্রক্রিয়া। বৃষ্টিবাদলের দিনে বড় ড্রেনগুলো পরিস্কারের কাজ করা যায় না। যার ফলে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে আমার পৌর নাগরিকদের সাময়ীকভাবে ভোগান্তিতে পড়তে হয়। নাগরিকদের যাতে ভোগান্তি পোহাতে না হয়, এজন্য শহরের প্রতিটি ছোট বড় ড্রেন পরিস্কারের কাজ শুরু করেছি। আগামী জানুয়ারী পর্যন্ত একটানা ড্রেন পরিস্কারের কাজ চলবে। পাশাপাশি শহরের রাস্তার খানাখন্দ সংস্কারের কাজ চলছে। মেয়র আরো বলেন, শহরের প্রতিটি রাস্তা কার্পেটিংয়ে মোড়া থাকবে। আগামী মাস দু’য়েকের মধ্যে প্রায় ৮ কোটি টাকার কাজের টেন্ডার হবে। আগামী ৬ মাসের মধ্যে আমি শহরকে অন্যরকম উন্নত শহরে পরিণত করতে চাই।


alokito tv

Pin It on Pinterest