নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘আমাদের সড়ক নিরাপদ হোক’ এ স্লোগানে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘সিরাক বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাক বরিশালের আহ্বায়ক নাঈম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আওলাদ রাকিব ও লামিয়া ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করতে চাই না। নতুন আইন বাস্তবায়ন হলে দেশে সড়ক দুর্ঘটনা হার কমে আসবে। জানমাল নিরাপদ থাকবে। তাই অবিলম্বে নতুন সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান তারা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest