রাজশাহীতে আরো ১ জন করোনা পজিটিভ, জেলায় মোট ৭৬

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

রাজশাহীতে আরো ১ জন করোনা পজিটিভ, জেলায় মোট ৭৬

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর ও জেলায় আরো ১ জন করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৬ জন করোনা পজিটিভ হলেন। এরমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ও ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন নিজ নিজ বাড়িতে। ৭৬ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ১৯ জন, বাঘা উপজেলায় ৬ জন, চারঘাট উপজেলায় ৭ জন, পুঠিয়া উপজেলায় ৯ জন, দুর্গাপুর উপজেলায় ৩ জন, বাগমারা উপজেলায় ৬ জন, মোহনপুর উপজেলায় ৭ জন, তানোর উপজেলায় ১৩ জন, পবা উপজেলায় ৫ জন ও গোদাগাড়ী উপজেলায় ১ জন রয়েছে।

এদিকে, করোনা শঙ্কায় রাজশাহী জেলা ও মহানগরে ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরে ৩৪ জন ও বাঘা উপজেলায় ৩ জন। বাকি ৭ উপজেলায় কেউ হোম কোয়ারেন্টানে নাই। এ পর্যন্ত জেলায় ১৯৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১৯০৮ জন। আজ রোববার রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest