ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
নাটোরে বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভ্যান চালক,দিনমজুর এবং গরীব-দুঃখী মানুষদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। জোনাইল ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন মিলে ইউনিয়নের ৫০০ জনের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ এ সময় আরো উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোঃ ইমদাদুল হক ৪ নং ওয়ার্ড সদস্য, আব্দুল কাদের ২ নং ওয়ার্ড সদস্য, জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন রানা মহিন,সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তব্যকালে বক্তারা বলেন,জোনাইল ইউনিয়নের সবাই মিলে করোনা প্রতিরোধ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং বেশী বেশী করে সাবান দিয়ে হাত ধুতে হবে। তাহলে করোনা মোকাবেলা করা সম্ভব হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST