বরিশাল সিটি মেয়রের রত্নগর্ভ মা সাহান আরা বেগমের মৃত্যুতে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

বরিশাল সিটি মেয়রের রত্নগর্ভ মা সাহান আরা বেগমের মৃত্যুতে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহর মা মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র কবর জিয়ারত করেছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

সোমবার ৮ জুন দুপুরে তিনি বরিশাল মুসলিম গোরস্থানে গিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং কবর জিয়ারত করেন। এরআগে তিনি শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহ’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জুলি নিবেদন করেন।

এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন বিসিবি’র পরিচালক ও আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন আলো, আওয়ামীলীগ নেতা মাহামুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদুর রহমান মাহাদ,রেজাউল করীম বাপ্পি সহ আরও নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest