এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের শার্শায় ৫০ বোতল ফেনসিডিলসহ মহিউদ্দিন লাল্টু (২৩) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাতে শার্শা থানার রুদ্রপুর বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক মহিউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া তুলসীডাংগা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, অভিযান চালিয়ে তাকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় জানান, আটক আসামির নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।