ঢাকা ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর।
দিনাজপুরের নবাবগঞ্জে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নীরব নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ঘাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নীরব (১৩) উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ঘাওড়া গ্রামের কমলের ছেলে। সে জাংগই উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষ ভাবে জানা যায় , সোমবার বিকেলে ঘাওড়া গ্রামের জমিতে নীরব মাছ ধরতে যায়। এ সময় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। পরে রাতে সে বাসায় গিয়ে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে দলারদরগা ক্লিনিকে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST