হিলিতে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

হিলিতে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু
লুুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের হিলিতে নমুনা দেওয়ার ৯দিন পর করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী নামের ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকালে উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামে তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী। জানান সাহেব আলী ঢাকার নায়ারনগঞ্জে আনসার সদস্য পদে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর,সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি তার গ্রামের বাড়ি হিলি’র জাংগই গ্রামে আসে। পরের দিন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তার নমুনা পরীক্ষা ফলাফল এখনও পাওয়া এসে পৌছায়নি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, স্বাস্থ্যবিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে দুপুরে তাকে দাফন করা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest