ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে আরিফ (৫) ও সিয়াম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে এই দূর্ঘটনাগুলো ঘটে। নিহত আরিফ হোসেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে। অপরজন আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামের দুলাল ইসলামের ছেলে সিয়াম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারি এলাকায় শিশু আরিফ বাড়ির পাশেই খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে। তাৎক্ষনিক স্থানীয় ও পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিফকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনয়নের নিতুপাড়া গ্রামে শিশু সিয়াম বাড়ির পাশে খেলা করছিল। সবার অগচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। সিয়ামকে খুজেঁ না পেয়ে বাড়ির পাশের ডোবার পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখে। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাৎক্ষনিক ওই ডোবার পানি থেকে শিশুরটির লাশ উদ্ধার করে। শিশু দুইটির মৃত্যুতে ওই এলাকাগুলোতে শোকের ছায়া নেমে আসে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দিন ওই দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST