বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ ব্যক্তিকে মোবাইল কোর্টের জরিমানা

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ ব্যক্তিকে মোবাইল কোর্টের জরিমানা
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকার গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মাস্ক ব্যবহার না করার পাশাপাশি স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় সাত ব্যক্তি ও যাত্রীকে ৬ হাজার ২শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বাধীন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এর মধ্যে বুধবার সকাল ১১টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী। এসময় নগরীর বাংলাবাজার ও নথুল্লাবাদ এলাকায় মাস্ক না পরে ঘোরাফেরার অপরাধে যাত্রী ও পথচারীসহ ৩ জনকে ৭শত টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে তা আদায় করেন। অপরদিকে সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত নগরীর কালীবাড়ি রোড, নতুন বাজার, বিএম কলেজ রোড, চৌমাথা ও নবগ্রাম রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে চার ব্যক্তিকে ৫ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পৃথক দুটি মোবাইল কোর্টে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক দুটি টিম।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest