ভোলা জেলার এলজিএসপি-৩ এর আওতায় অসহায় মেয়েদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

আলোকিত সময় ডেক্সঃ লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩(এলজিএসপি-৩) এর আওতায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ০৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন খাতে প্রকল্প গ্রহণ করে। গ্রহণকৃত প্রকল্পের মধ্যে একটি প্রকল্প অসহায় মেয়েদের মাঝে সেলাই মেশিন বিতরণ। প্রকল্পটির ব্যয় ৮০,০০০.০০ (আশি হাজার)টাকা।

গত ২৬ নভেম্বর ১১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ০৬জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরনকালে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সানজিদা রেজিন মুন্নি, সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রব কাজী।

০৬জন উপকারভোগীর মধ্যে শাহানুর বেগম একজন। শাহানুর বেগম, বয়স ৪২ বছর, স্বামী: মৃত নুরজামান, দুই সন্তান। বড় ছেলে অর্থের অভাবে পড়ালেখা করা সম্ভব হয়নি। মানুষের বাড়িতে কাজ করে মাসে ২০০০.০০ আর ছেলের ফার্নিচারের দোকানের কাজের অর্জিত ১০০০.০০ টাকা দিয়ে মেয়ের পড়ালেখা আর জীবকা চালায় শাহানুর বেগম।প্রতিনিয়ত অভাবের সংসারে টিকে থাকার লড়াইয়ে শাহানুর বেগমের পাশে দাড়িয়েছে ইউপি কর্তৃক বিতরণকৃত সেলাই মেশিনটি। অনেক কষ্টের মাঝে শাহানুরের মাঝে আজ প্রাপ্তির এক ঝলক হাসি। শাহানুর এগিয়ে যাবে, আত্ননির্ভরশীল হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest