ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ৩৫ পিচ ফেন্সিডিল, হিরোগ্লামার মটরসাইকেল সহ সেলিম (২৪)নামে এক যুবককে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটককৃত চাপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার দাদলগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মটর সাইকেলে ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে এলাকায় যুবক আসছে এমন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই প্রদীপ কুমার সরকার ও মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালায়। তথ্যের সাথে মিলে যাওয়ায় গাড়ী নিয়ন্ত্রনে নিয়ে জিজ্ঞাসাবাদ কালে সন্দেহ হওয়ায় সার্চ করে গাড়ীর বিভিন্ন স্থানে রাখা ৩৫ পিচ ফেন্সিডিল পায়।
আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, আটককৃত সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST