বরিশালে ৫০ তম বিশ্ব মান দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

বরিশালে ৫০ তম বিশ্ব মান দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বরিশাল মহানগর প্রতিনিধিঃ ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন এই স্লোগান নিয়ে আজ ১৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল ও বিএসটিআই বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৫০ তম বিশ্ব মান দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌইিদুজ্জামান পাভেল, উপ-পরিচালক বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল, প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খান, সহসভাপতি ক্যাব বরিশাল, এ্যাডঃ হিরন কুমার দাস মিঠু, সহকারী পুলিশ কমিশনার বরিশাল কোতোয়ালি মডেল থান, মোঃ রাসেল, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরীসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন কলকারখানা ব্যাবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা ৫০ তম বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।


মুজিব বর্ষ

Pin It on Pinterest