ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
খাদেমুল মোরসালিন শাকীর:
রংপুরের পীরগঞ্জে একটি ভুট্টা ক্ষেত থেকে রুহুল আমিন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার শিমুল বাড়ি শালিকাদহ ঘাট সংলগ্ন এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমিন উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট রসুলপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ভুট্টা ক্ষেতে মরদেহ ফেলে রেখে পালিয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST