ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি যুদ্ধকালীন সময়ে কমান্ডার মোঃ খাজা নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক কালীপদ রায় সহ আরও অনেকে। বীরগঞ্জ উপজেলায় মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ১৫২ জন। তার মধ্যে ১৩৮ জন সরকারী ভাতা গ্রহণ করেন। বাকী ১৪ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে অধিকাংশই মৃত্যুবরণ করায় সরকারী ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। বঞ্চিত ১৪জন বীরমুক্তিযোদ্ধা পরিবারকে যাচাই বাছাই এর জন্য ডাকা হয় এবং মুক্তিযোদ্ধা পরিবারের নিকট বিভিন্ন ধরনের কাগজপত্র যাছাই বাছাই করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST