আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরে বড়াইগ্রামে ইউএনওর হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। বড়াইগ্রাম উপজেলার বড় পেঙ্গুইন গ্রামে এ ঘটনা ঘটে। ইউএনও মো: আনোয়ার পারভেজ জানান, উপজেলার বাগডোব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী খুশি (১৪) সে বড় পেঙ্গুইন গ্রামের আব্দুর রশিদের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ে বন্ধের জন্য বাগডোব উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে মেয়ের বাবার কাছে পাঠান। এরপর প্রধান শিক্ষক রেজাউল করিম মেয়ের বাবাকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন এবং মেধাবী ছাত্রীর খুশির লেখাপড়া অব্যাহত রাখার স্বার্থে বিয়ে বন্ধ করতে অনুরোধ করেন। ফলে আব্দুর রশিদ তার মেয়ের বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেন।