১২ জুন নতুন করে ৫২ জন বরিশাল জেলায় করোনা আক্রান্ত

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

১২ জুন নতুন করে ৫২ জন বরিশাল জেলায় করোনা আক্রান্ত
বরিশাল ব্যুরো ঃআজ ১২ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৫২ জন সহ অদ্যাবধি এ জেলায় ৮৬২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ ১২ জুন এ জেলায় করোনা আক্রান্ত ০২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১২৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ ১২ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। আজ তথ্য পাওয়া ০১ জনসহ অদ্যাবধি এ জেলায় ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলাধীন ০২ জন, উজিরপুর ও বানারীপাড়া প্রত্যেক উপজেলার ০১ জন করে ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার ০৪ জন, বাবুগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৬ জন, জেলা পুলিশের ০৩ জন, রেঞ্জ কার্যালয়ের ০১ জনসহ ১০ জন পুলিশ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স ও ০১ জন স্টাফসহ ০৩ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত কাশীপুর এলাকার ০৭ জন, রুপাতলি এলাকার ০৪ জন, প্যারারা রোড ও কাউনিয়া প্রত্যেক এলাকার ০৩ জন করে ০৬ জন, নাজির মহল্লা ও বগুড়া রোড প্রত্যেক এলাকার ০২ জন করে ০৪ জন, আলেকান্দা, চকবাজার, বটতলা, পুলিশ লাইন, সদর হাসপাতাল রোড, ভাটিখানা, সদর উপজেলা পরিষদ এলাকা প্রত্যেক এলাকার ০১ জন করে ০৭ জন, ব্যাংকে কর্মরত ০২ জন ব্যক্তিসহ ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩৩ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৬৯০ জন, উজিরপুর উপজেলায় ৩০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১৫ জন, হিজলা উপজেলায় ০৬ জন, বানারীপাড়া উপজেলায় ২০ জন, মুলাদী উপজেলায় ১২ জন, গৌরনদী উপজেলায় ২০ জন, আগৈলঝাড়া উপজেলায় ১০ জন করে মোট ৮৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ ১২ জুন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স ও ০১ জন স্টাফসহ স্বাস্থ্য বিভাগের ০৩ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।আজ শনাক্ত হওয়া ০৩ জন সহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১১৬ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest