নবাবগঞ্জ উপজেলা পরিষদ পরির্দশন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

নবাবগঞ্জ উপজেলা পরিষদ পরির্দশন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম বৃহষ্পতিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ পরির্দশন করেছেন । পরির্দশনের অংশ হিসাবে তিনি উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত ও সম্পাদিত অফিসার্স ক্লাবের ইনডোর স্টেডিয়াম, পরিষদ চত্বরের শোভাবর্ধন কাজ , ভুমি অফিসের রেকর্ডরুম ও সেবাকুঞ্জ উদ্বোধন এবং উপজেলা চত্ত্বরের পুকুরঘাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পর নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৭০টি কম্বল বিতরণ করা হয়।এসময় দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ,নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান ,উপজেলা মহিলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন । পরে তিনি উপজেলার শিবপুর বালিকা দাখিল মাদ্রাসার সংস্কার কাজ ও নবাবগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় উদ্যান আশুড়ার বিল পরিদর্শন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest