টাঙ্গাইলে টিসিবির ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু,তবুও অস্হির পেঁয়াজের বাজার

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরোঃটাঙ্গাইলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি’র উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট তাপস পাল এবং সালাহ উদ্দিন আইয়ুবী এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়।

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় খোলা ট্রাকে করে ভ্রাম্যমান ভিত্তিতে পেঁয়াজ বিক্রী করা হবে।
ক্রেতারা সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে জনপ্রতি এক কেজি করে পেঁয়াজ কিনছেন। বাজার দরের চেয়ে অনেক কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশী ক্রেতারা।

টাঙ্গাইল সদর থানা পুলিশ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভাবে সহযোগিতা করায় উপস্থিত জনতা তাদের প্রশংসা করেন।

এদিকে খোলাবাজারে লাগামহীন ভাবে বেড়েই চলেছে পেঁয়াজের দাম।গতকাল টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার স্হানীয় বাজার গুলোতে প্রতি কেজি পেঁয়াজ ১৮০-২২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।বাজার গুলোতে বিদেশি পেয়াজ তেমনটা চোখে পড়েনি।শুধু দেশি পেঁয়াজ বাজারে থাকায় দাম কমেনা বলে ধারণা করছেন ক্রেতা সাধারণ।অবৈধ মজুমদারদের জন্যই এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এজন্য প্রতিটি বাজারে প্রশাসনের কঠোর নজরদারির অনুরোধ জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest