ই.এইচ সুজন, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং ১৪ দলীয় জোট এর মুখপাত্র বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহজ্ব আমির হসেন আমু এম.পি, শোক প্রকাশ করেন। গতকাল ১৩ জুন, শনিবার তার ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম শাওন স্বাক্ষরিত বার্তায় এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি জানান মোহাম্মদ নাসিম ছিলেন বর্নাঢ্য ক্যারিয়ারের অধিকারী। এই জনদরদী মহান রাজনীতিবীদ আজীবন দেশও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরনীয় ক্ষতি। জনসেবা সমাজ ও দেশের উন্ময়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।