ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
রাজশাহী ব্যুরো :
রাজশাহীর পবা ও কাটাখালি থানায় পৃথক অভিযান চালিয়ে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকার নাজিম ফকিরের ছেলে রানা হোসেন (২৭) ও কাটাখালি থানার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে তুষার আহমেদ মামুন (২২)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ১৪ জুন রাজশাহী মহানগর পবা থানাধীন মতিয়া বিল গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রানা হোসেনকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, একই দিন রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন চককাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তুষার আহমেদ @ মামুনকে ৩৫ ক্যান বিয়ার (১১.৫৫০ লিটার) সহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST