ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯
শফিকুর রহমান,কলারোয়া:- সাতক্ষীরা জেলার কলারোয়ায় মারামারি ও অধ্যক্ষ র দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিতের শিকার হয়েছেন দৈনিক কাফেলার কেঁড়াগাছি প্রতিনিধি,সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। যার নং ১৩৬৭। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ০৯ টার দিকে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে কেন্দ্র করে ছাত্রদের দু গ্রুপে ব্যাপক মারামারি হয়। পরে কলেজ কতৃপক্ষ কলারোয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে এসআই সুবীর ঘটনা পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পর কলেজে মারামারির বিষয়ে ঐ কলেজের বিতর্কিত অধ্যক্ষ ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি প্রভাষক আবুল খায়েরকে দায়িত্ব দিয়ে এসেছি। এই বিষয়টি জানতে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে ঐ সহকারী অধ্যাপক আবুল খায়েরের সাথে কথোপকথনের সময় বিএনপি ক্যাডার স্থানীয় সুলতানের পুত্র মোঃ জামাত আলী সাংবাদিক শফিকুর রহমানকে ও সংবাদপত্র নিয়ে প্রকাশ্যে গালিগালাজ ও নানা ধরনের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে কলেজের শিক্ষকমন্ডলী ও উপস্থিত জনসাধারণের তোপের মুখে ঐ সন্ত্রাসী জামাত আলী স্থান ত্যাগে বাধ্য হয়। অনুসন্ধানে জানা গেছে,এমন মারামারির বিষয় ঐ কলেজে নতুন কিছু নয়। কিছু দিন পূর্বেও একটি মেয়ের শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থীরা মামলার শিকার হয়েছিল এমনকি হাজতবাস পর্যন্ত হয়েছে ঐ সব কোমলমতি শিক্ষার্থীদের । এ দিকে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের কথিত ঐ অধ্যক্ষের বিরুদ্ধে ভূয়া অভিজ্ঞতা,কম্পার্টমেন্টাল সনদ,অবৈধ বেতন স্কেল পরিবর্তন,সন্দেহজনক সনদপত্র সহ নানা প্রকার অভিযোগ ধারাবাহিক ভাবে পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে। এ ব্যাপারে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজেরঅধ্যক্ষ মোঃ ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি ছুটিতে বাইরে আছি । এ দিকে ঐ চিহ্নিত দূর্বৃত্ত জামাত আলী ও তার দোসর,সকল অপকর্মের হোতা অধ্যক্ষ ফারুক হোসেনের উপযুক্ত ব্যবস্থার দাবী করেছেন এলাকার সচেতন জনসাধারণ ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST