ছাতকের জাউয়াবাজারে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

ছাতকের জাউয়াবাজারে আ.লীগের  দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে একই স্থানে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে ছাতক দোয়ারা আসনের এমপি মুহিবুর রহমান মানিক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাউয়বাজার পুলিশ ফাঁড়ির সস্মুখে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা দুপক্ষের রক্ষক্ষয়ী সংঘর্ষের পর পুলিশ টিয়ারসেল ও লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের বিরুদ্ধে ছাতক দোয়ারা আসনের এমপি মুহিবুর রহমান মানিকের করা ‘কটূক্তির’ প্রতিবাদে সমাবেশ ডাক দেয় ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও শামীম আহমদ চৌধুরীর পক্ষের আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই সময় মানিক সমর্থকরা পাল্টা সমাবেশ করতে চাইলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় প্রত্যক্ষদশীরা জানান, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর সংঘর্ষ চলাকালে দু’পক্ষেই পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত আওয়ামী লীগ কর্মী দুলন, আশরাফ, আমিন, সৌরভ ও রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সুনামগঞ্জ সিলেট সড়কে টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ করে সংঘর্ষকারীরা। এতে সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী জানান, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে সংঘর্ষ থামাতে পুলিশের পক্ষ থেকে টিআরসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest