দুই ফুটের পাত্রের সঙ্গে ছয় ফুটের পাত্রীর বিয়ে

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

(মোহাম্মদ মাহমুদুল হাসান) আন্তর্জাতিক ডেস্কঃ দুই ফুটের পাত্রের সঙ্গে ছয় ফুট পাত্রীর বিয়ের ঘটনা ঘটেছে। এতে ১৩ দেশের অতিথিরা আমন্ত্রিত হয়েছেন। জাঁকজমকপূর্ণ এই বিয়ে করেছেন পাকিস্তানের বুরহান ক্রিস্টি। ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়েছিলেন বুরহান। ফলে তিনি হুইলচেয়ারই চলাফেরা করেন। এ দম্পতির বিষের আয়োজন নিয়ে কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বিশেষ প্রতিবেদন তৈরি করে। মাত্র দুই ফুট লম্বা বুরহান লোকজনের কাছে বোবো নামেই পরিচিত। বুরহানের সর্বক্ষণের সঙ্গী একমাত্র বিদ্যুৎচালিত হুইলচেয়ার। গণমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি নরওয়ের অসলোয় বিশাল আয়োজনে তার দীর্ঘদিনের প্রেমিকা ফউজিয়াকে বিয়ে করেন। পাত্রী ফউজিয়া লম্বায় ছয় ফুট। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোর প্রতি তার ভালোবাসা কতটা তা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানিয়েছেন ফউজিয়া। নিজের হাতে বোবোর নামের ট্যাটু করেছেন তিনি। একটি সংবাদমাধ্যমকে ফউজিয়া নিজেই এমন কথা জানিয়েছেন। এ দম্পতির বিয়েতে ১৩ দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পাঞ্জাবি গানে ‘নেচে’ আসর মাতিয়েছেন বোবো। হুইলচেয়ারে বসে ফউজিয়ার হাত ধরে তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন। অতিথিরা সবাই হাততালি দিয়ে তাদের স্বাগত জানান। বোবোর পরনে ছিল ফর্মাল শার্ট-ব্লেজার আর ফউজিয়া পরেছিলেন হালকা রঙের লেহেঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ জনপ্রিয় বোবো। তার বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। ভিডিও বোবোকে হিন্দি সিনেমার ডায়ালগ বলতেও শোনা গেছে। পোলিও আক্রান্ত বোবো নিজেই অনেক ব্যবসা সামলান। তার মধ্যে বোবো লাইফস্টাইল, শুটস্ অ্যান্ড ম্যানেজমেন্ট অন্যতম। ব্যবসার সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বোবোর বন্ধুরা। এ ছাড়া নরওয়েতে সালমান খানের ‘বিইং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৭ সালে বিশ্বের বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। নায়ক-নায়িকা থেকে ক্রিকেটারদের সঙ্গে সবসময় ওঠবসা তার। বোবোর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বহু প্রমাণ মেলে। বিয়ের অনুষ্ঠানের শেষে তিনি ফউজিয়ার হাত ধরে বলেন, আমরা লাভ ম্যারেজ করেছি। সুখী দম্পতি হওয়ার চেষ্টা করব।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest