ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
দীর্ঘ সাত মাস মিথ্যা মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে করোনা দূর্যোগে এলাকার হতদরিদ্র, কর্মহীন মানুষদের খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ করছে আশরাফুল শেখ নামের এক মানবিক তরুণ। শুক্রবার বিকেলে এসব হতদরিদ্র পরিবারের ঘরে দোরে ব্যক্তি উদ্যোগে পৌছে দিচ্ছেন এসব খাদ্য সামগ্রী। সাত মাস কারাভোগের পরেও এলাকার হতদরিদ্র মানুগুলোর পাশে দাঁড়ানো এলাকাবাসীর কাছে চোখের মনিতে পরিণত হয়ে উঠেছে সে।
মহামারী করোনা দূর্যোগে টানা লকডাউনের থমকে যাওয়া জীবনযাত্রায় আমেনা বেগমের ঘরে চাল ছিল না তেমন। ঘরবন্দী থাকায় একদিকে যেমন কর্মহীনতা, অন্যদিকে খাদ্য সংকটের সাথে অর্থ সংকট। নগদ টাকা না থাকায় বাজার করার উপায়ও নাই। তাই আমেনা বেগমের মতো চলছে অনেকের এ দুর্দশার জীবন। কমে গেছে ত্রাণ বিতরণের কার্যক্রমও। কঠিন এ সময়ে ব্যাগ ভর্তি চাল-তেল নিয়ে হাজির হয় আশরাফুল। চাল পেয়ে আমেনা বেগম চোখের জলে আনন্দ প্রকাশ করতে গিয়ে বললেন, চাল দিয়া খুব উপকার করলা বাবা, ঘরে চাল ছিলো না। এরকম উপকারের কথা জানান আরো কয়েক নারী-পুরুষ। এ চিত্র দেখা গেল পঞ্চগড় তেঁতুলিয়ার শালবাহানের কাজীগছ গ্রামে।
মানবিক কাজে নিয়োজিত এ তরুণ দীর্ঘ সময় ধরে চালিয়ে আসছেন বিভিন্ন মানবিক কাজ। এলাকায় অসহায়, রোগগ্রস্ত মানুষের খবর পেলেই ছুটে যান। ক্ষুধার্ত ভবঘুরে মানুষদের মুখেও নিজ হাতে খাবার তুলে দিতে দেখা গেছে। এলাকায় কারো সমস্যা হলে এগিয়ে যান। একদিকে মানবিক কাজ, আরেক দিকে ক্ষমতাসীন সরকারের আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। করোনা দূর্যোগকালে খাদ্য সামগ্রী বিতরন বিষয়ে আশরাফুল জানান, রাজনীতিতে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। করোনা দূর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী যেসব সময়োপযোগী পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি সে দলের একজন্য সামান্য কর্মী হয়ে ব্যক্তি উদ্যোগে কঠিন এ সময়ে অসহায় কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পেরে সত্যিই ভালো লাগছে।
তিনি আরো জানান, গত ৭ মাস ১১ দিন বিনা বিচারে হাজতে ছিলাম। হাজতে থাকাকালিন মহামারী করোনা দূর্যোগের কথা শুনে বারবার এলাকার মানুষের কথা চিন্তা করেছি। কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়ে এলাকার মানুষের খোঁজখবর নিয়ে কর্মহীন ও অসহায় কিছু মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছি। বৃহস্পতিবার বিকাল হতে আমার ইউনিয়ন শালবাহানের ৮ নং ওয়ার্ড দিয়ে শুরু করেছি এ কার্যক্রম। চেষ্টা করবো পুরো ইউনিয়নের অসচ্ছল, অসহায় ও কর্মহীন কিছু পরিবারের মুখে হাসি ফুটানোর।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST