ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
হারুন অর রশিদ (রিয়াদ) জলঢাকা(নীলফামার)ঃ
কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবিকার সামগ্রিক মানোন্নয়নে তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান প্রসার সম্পর্কে আজ আর কারোরই সংশয় নেই। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেট এসব কিছুই তথ্যপ্রযুক্তির সারথি হিসেবে আমাদের দৈনন্দিনের কাজকে করেছে গতিশীল। ডিজিটাল শব্দটি যেন আজ জীবনেরই একটি অংশ হয়ে গেছে। অথচ বছর কয়েক আগে বর্তমান সরকার যখন ‘ভিশন ২০২১’ রূপকল্পের মধ্য দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ঘোষণা করে তখন অনেকের কাছে এটি বিস্ময়কর মনে হয়েছিল। গত সাত বছরে বর্তমান সরকারের সুদূরপ্রসারি পদক্ষেপ, ঐকান্তিক প্রচেষ্টা এবং সে সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ফলেই দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
ভবিষ্যৎ সোনার বাংরাদেশ যেনো আরো এগিয়ে যায় সেদিকে লক্ষ রেখে
নীলফামারী জলঢাকার ৮নং খুটামারা মডেল ইউনিয়নের প্রায় ১০০ জন কৃষকের মাঝে ২০১৯-২০২০ইং অর্থ বছরের এডিপির বরাদ্দ থেকে স্প্রে-মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রান্তিক চাষিদের মাঝে এসব স্প্রে-মেশিন বিতরণ করা হয়।
খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীমের সভাপতিত্বে প্রান্তিক চাষিদের হাতে কৃষি উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,
বিশেষ অতিথি, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এছাড়াও ইউপি সদস্যাগন, ইউপি সচিব, ইউডিসি উদ্যোক্তা সহ- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST