বীরগঞ্জে আর্ন্তজাতিক শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তিতে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

বীরগঞ্জে আর্ন্তজাতিক শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তিতে র‌্যালী ও  আলোচনা সভা

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেনঃ শুক্রবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও শিশু ফোরাম নেটওয়ার্কের আয়োজনে আর্ন্তজাতিক শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তিতে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ শালবন মিলনায়তনে বীরগঞ্জ আলোকিত শিশু ফোরামের সভাপতি মোঃ নূরনবী ইসলামের সভাপতিত্বে শিশু সনদের ৩০ বছর অর্জন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, বীরগঞ্জ এপি’র ওয়াল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার মানুয়েল হাসদা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ মোঃ সিদ্দিক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি প্রদীপ রায় জিতু সহ আরও অনেকে। আলোচনা শেষে বেলুন উড়িয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest