ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলীর হিলি স্থলবন্দর পরিদর্শন

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলীর হিলি স্থলবন্দর পরিদর্শন

হিলি (দিনাজপুর), প্রতিনিধিঃ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে অনেক যাত্রী পারাপার হয় এবং স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়। আরও কি করে সুযোগ-সুবিধা বাড়ানো যায় সেজন্য আমি এখানে এসেছি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শন কালে তিনি একথা বলেন। এর আগে তিনি রংপুর থেকে এখানে আসেন।

এরপর রীভা গাঙ্গুলী দাশ বাংলাদেশের হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয় সহ আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা পরিদর্শন করে ভারতে প্রবেশ করেন। সেখানকার হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয় ও ব্যবসায়িদের সাথে কথা বলেন। এছাড়া হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে চলমান আমদানি-রপ্তানি বানিজ্যে কি-কি সুবিধা-অসুবিধা রয়েছে সেসম্পর্কেও বাংলাদেশের ব্যবসায়িদের সাথে কথা বলেন তিনি। বেলা ১টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
তার সফরকালে উপস্থিত ছিলেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব মিত্র সহ স্থানীয় প্রশাসন,হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জনপ্রতিনিধি ও ব্যবসায়িরা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest