থেমে নেই বীরগঞ্জের সোহেল আহমেদ এর সেবা

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০

থেমে নেই বীরগঞ্জের সোহেল আহমেদ এর সেবা

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জের সোহেল আহমেদের এই মহতী উদ্যোগে কি ঝড়, কি বৃস্টি আবার কখনো গা ফাটা রোদ উপেক্ষা করে বেরিয়ে পড়েন গরীব, দুঃখী, অসহায় মানুষের খোঁজে তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য।

শুরু থেকে এ যাবত ক্লান্তিহীন ভাবে ছুটে চলেছেন গরীব, দুঃখী, ভবঘুরে, অসহায় থেকে শুরু করে পথের হ্মুধার্ত কুকুরদের পাশে দাড়ানোর জন্য চলছে আপ্রান প্রয়াস।

সোহেল আহমেদ বীরগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসার অপর এক নাম। পশুও বাদ যায়নি তার গাড়ীর শব্দ বা হর্ণ শুনেলেই ছুটে আসে খাবারের আসায়।

এছাড়াও তিনি করোনা শনাক্ত হওয়ার পরপরই নিজ উদ্যোগে শুরু থেকেই জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, জীবনুনাশক স্প্রে, বিভিন্ন রকম সচেতন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সোহেল আহমেদ জানান, বীরগঞ্জ থেকে দিনাজপুর সত্যিকার অসহায় পথের মানসিক ভারসাম্যহীন মানুষ সহ ছিন্নমূল মানুষগুলো খুঁজে খুঁজে পাশে দাড়ানোর হ্মুদ্র প্রয়াস চলছে। অসহায়দের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest