নবাবগঞ্জে “চার্চ ও সমাজ রূপান্তর” অনুষ্ঠান উদযাপন

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারী সংস্থা ল্যাম্ব এর চার্চ ও কমিউনিটি ট্রান্সফরমেশন (সিসিটি) প্রকল্পের “চার্চ ও সমাজ রূপান্তর” অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় উপজেলার রঘুনাথপুর কলেজ মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সাঁওতাল আদিবাসিদের বর্ণিল অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। ল্যাম্বের নির্বাহী পরিচালক, মি. খায়েল স্কটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টিয়ারফান্ড-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি.সুদর্শন রেড্ডি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টিয়ারফান্ড-বাংলাদেশ এর সিসিটি অফিসার, শম্পা বাড়ৈ, ল্যাম্ব সাপোর্ট সার্ভিস ডিরেক্টর জোশ বানিং, ল্যাম্ব সিএইচডিপি ডিরেক্টর লিটন বালা, ডা. ক্রিস্টিন প্রিঙ্গার, লয়েস স্কট, এলসি হাঁসদা, বাপন মানখিন, ও টিয়ারফান্ড-বাংলাদেশ এর পার্টনারের এবং উপজেলার ২২টি চার্চের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ল্যাম্ব সিসিটি প্রকল্প সমন্বয়ক উৎপল মিন্জ জানান, টিয়ারফান্ড এর অর্থায়নে ২০১৬ সালের জানুয়ারী মাসে শুরু হওয়া প্রকল্পটি ২০১৯ এর ডিসেম্বরে শেষ হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল চার্চ ও সদস্যদের সমস্যাসমূহ চিহ্নিত করণ ও তাদের স্ব-উদ্যোগে সমস্যার সমাধাণ যা প্রকল্পের ফলাফলের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest