ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো :
রাজশাহী বিভাগে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতি করোনা ভাইরাস রোগীর সংখ্যা। বিভাগের অন্যান্য জেলার তুলনায় বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলা বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। এ বিভাগে শনিবার পর্যন্ত মোট রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৫৬৬ জন ও মারা গেছে ৪৭ জন। বগুড়ায় প্রথম দিক থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এখন এর হার আরো বাড়ছে। রাজশাহী বিভাগের ৮ টি জেলার মধ্যে বগুড়া জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২০৮৫ জন।
বিভাগের অন্যান্য জেলার মধ্যে রাজশাহী ২৩৭ জন, নবাবগঞ্জ ৮৬ জন, নওগাঁ ২৩৯ জন, নাটোর ১৩৫ জন, জয়পুরহাট ২৫৩ জন, সিরাজগঞ্জ ২৬১ ও পাবনা জেলায় ২৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৭১৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৮৭ জন।
আজ রোববার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৫৩২ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৫২ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৩৯ হাজার ৬৪৫ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। হাসপাতাল কোয়ারেন্টাইনে ছিল ৬০৮ জন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে আরো বেশি সচেতন এবং নিয়মিত মাক্স ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহন ও জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলতে ববে। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST