ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পল্লীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে পুলিশ আমিরুল ইসলাম (২৯) নামে ১ যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার দাউদপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোঃ দুলাল মন্ডলের ছেলে ও বল্লভপুর (সিলমনি) গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর সকাল ১১টায় আমিরুল তার প্রতিবেশী খেলাধুলায় রত শিশু (৫) কে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে এসে ধর্ষনের চেষ্টা করে। এসময় ওই শিশু চিৎকারে আশেপাশের লোকজন টের পেলে আমিরুল পালিয়ে যায় এবং লোকজন শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বৃহষ্পতিবার নবাবগঞ্জ থানায় এজাহার দিলে পুলিশ ওই দিনই আমিরুলকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST