বরিশালে একশন এইড-প্রথম আলো বন্ধুসভার জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত।

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

বরিশালে একশন এইড-প্রথম আলো বন্ধুসভার জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত।
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ গৃহস্থালির সেবামূলক কাজের মূল্যায়ন আনবে সমতা করবে উন্নয়ন এই স্লোগান নিয়ে আজ ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একশন এইড এর সহযোগিতায়, প্রথম আলো বন্ধুসভার আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তারা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, বন্ধুসভার সদস্য বৃন্দ এবং একশন এইডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উদ্বোধন শেষে উপাচার্য সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রোক্টর সুব্রত কুমার দাস, প্রভাষক বাংলা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় সুমিতি দেবী মন্ডল, চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বাংলা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় মোহসিনা হোসাইন, সভাপতি প্রথম আলো বন্ধুসভা সাইদুজ্জামান রওশন, প্রোগ্রাম অফিসার একশন এইড নুরে জান্নাত প্রমা, গজারিয়া ইউনিয়ন স্বাবলম্বী নারী উদ্যোক্তা রাবেয়া বেগমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিতর্ক উৎসবে অংশগ্রহণকারীরা, একশন এইড এর প্রতিনিধি, প্রথম আলো বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দরা, গৃহস্থালির সেবামূলক কাজের মূল্যায়ন আনবে সমতা করবে উন্নয়ন এই বিষয় নিয়ে আলোচনা করেন। পরে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আগত বিতর্কবীদদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest