দিরাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান: সকল অপচেষ্টাকে ব্যর্থ করে শেখ হাসিনা দৃঢ়ভাবে দেশ পরিচালনা করছেন

প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

দিরাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান:  সকল অপচেষ্টাকে ব্যর্থ করে শেখ হাসিনা  দৃঢ়ভাবে দেশ পরিচালনা করছেন
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: এদেশ এ মাটি পরের শাসনে ছিলো, বঙ্গবন্ধুর নেতৃত্বে লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, পেছনের দরজা দিয়ে রাষ্টক্ষমতা কুক্ষিগত করে স্বাধীনতা বিরোধীরা এদেশের অগ্রগতিকে বারবার রুখে দিতে চেয়েছে। সকল অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে দেশ পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শুক্রবার বেলা ৩ টায় সুনামগঞ্জের দিরাই বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, তোমরা পরাধীন দেশে জন্মগ্রহণ করোনি, স্বাধীন দেশের আলো বাতাসে বেড়ে উঠছো, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। দুনিয়া এগিয়ে গেছে বহুদূর, তাদের সাথে যোগ দিতে হবে। এজন্য জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষার প্রয়োজন। এই শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষার চর্চা হবে। এর আগে স্বাগত বক্তব্যে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস, কলেজকে জাতীয়করণ, একাডেমিক ভবন নির্মাণ, নিরাপত্তা দেয়াল নির্মাণ, নদীভাঙ্গন থেকে রক্ষা ও কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রাস্তা নির্মাণের দাবী তুলে ধরেন। অধ্যক্ষের বক্তব্যের সাথে উপস্থিত সংসদ সদস্যগণ একমত পোষণ করে এসব সমস্যা নিরসনে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ’র সভাপতিত্বে ও প্রভাষক মাসুফা তাসনিম মুর্শেদা এবং কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম। স্বাগত বক্তব্য রাখেন বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে এর আগে শুক্রবার সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার সিমানাবর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী বলেন, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির জন্য একটি গাড়ি দেওয়ার হবে। এবং ইনাতগঞ্জকে থানা হিসেবে বাস্তবায়নের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় পরিকল্পনামন্ত্রী ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ বাহুবল আসনের সাংসদ দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রাহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মকুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিনসহ দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest