ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
লাকুটিয়া বরিশাল সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানে ঝড়ঝড়িয়াতলা মুকুন্দপট্টি-কাগাশুড়া রাস্তার সাথের সংযোগ সড়কের ব্রিজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে আছে, যা এখনই মেরামত করা না হলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অথচ এই সড়কের ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী বরিশালে যাতায়াত করে। পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহনও চলাচল করে। বর্তমানে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমতাবস্থায় ব্রিজটি মেরামতের ব্যবস্থা না করলে অনতিবিলম্বে পুরো ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়বে বেড়ে যাবে জনগনের ভোগান্তি।
তাই যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছে এলাকার পক্ষ থেকে সুশীল সমাজের আলী হায়দার। উক্ত ব্রীজটির ক্ষতিগ্রস্ত অংশটুকু মেরামত করে জনগনের চলাচলের পথ সুগম করতে কর্তৃপক্ষের বিষয়টি যেনো দৃষ্টি গোচর হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST