ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
চৌধুরী নুপুর নাহার তাজ খানসামা, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের খানসামায় সৌর বিদ্যূৎতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় পাকেরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জলবায়ু ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে ও পল্লীদারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য খানসামা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তাসমূহে সৌরবিদ্যুতায়িত সড়কবাতি উন্নয়ন প্রকল্পের স্থাপন কার্যক্রমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সৌরবিদ্যুৎতায়িত সড়কবাতি সরবরাহকারী প্রতিষ্ঠান নারায়নগঞ্জের ডকইয়ার্ড এন্ড ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড এর বিএন ক্যাপ্টেন মাহবুবুর রশিদ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ। সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST