সখীপুরে গণধোলাইয়ের শিকার সেই তিন পু‌লিশ সদস্য দুই‌দি‌নের রিমান্ডে

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

সখীপুরে গণধোলাইয়ের শিকার সেই তিন পু‌লিশ সদস্য দুই‌দি‌নের রিমান্ডে

শহিদুল ইসলাম সোহেল ময়মনসিংহ ব্যুরো : টাঙ্গাইলের সখিপুরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হা‌তে গণ‌ধোলাইয়ের শিকার হওয়া সেই তিন পু‌লিশ সদস্য ও এক সোর্স‌কে দুই‌দি‌নের রিমান্ডে দি‌য়ে‌ছেন আদালত।

শুক্রবার সখীপুর থানা পু‌লিশ পাঁচ‌দি‌নের রিমান্ড চে‌য়ে বাঁশ‌ তৈল পু‌লি‌শ ফাঁড়ির এ এসআই রিয়াজুল, কনস্টেবল গোপাল সাহা, কনস্টেবল রাসেল‌ ও সোর্স হাসানকে আদাল‌তে পাঠায়।

টাঙ্গাইল চিফ জু‌ডি‌শিয়াল মে‌জি‌স্ট্রেট আদাল‌তের বিচারক সি‌নিয়র জু‌ডি‌শিয়াল মে‌জি‌স্ট্রেট শামসুল আলম তা‌দের দুই‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

শুক্রবার বি‌কে‌লে সখীপুর থানার ও‌সি (তদন্ত) এএইচএম লুৎফুল ক‌বির এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest